
18
Oct
বি পজিটিভ লাল ভালোবাসা উপহার
আমাদের সবার প্রিয় মানবিক মানুষ, মানবতার ফেরিওয়ালা, মোহাম্মদ মোস্তাকিম ভাই, তার শরীরের থেকে একজন মূমুর্ষ রোগীর জন্য, বি পজিটিভ লাল ভালোবাসা উপহার দিলেন।প্রিয় ভাই এর জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
জয় হোক মানবতার, জয় হোক রক্ত দাতার।