Blog Details

Blog Image

মানবতার সেবায় এগিয়ে আসি, রক্ত দেই জীবন বাঁচায়

আলহামদুলিল্লাহ জয় হোক মানবতার বেচে থাক রক্ত দাতা এগিয়ে যাক মানবসেবা মানবিক সংগঠন বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশন এর সম্মানিত পরামর্শক ও এডমিন মানবিক মানুষ মানবতার ফেরিওয়ালা  প্রিয় Nazmul H Khan  ভাই এর ৩৩ তম লাল ভালোবাসা উপহার দিলেন, মেরিন ডায়গােনেন্টিক সেন্টারে ঢাকা সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশন এর সম্মানিত পরামর্শক Homaun Babur Firoz ভাইয়া ও আব্দুল্লাহ আল মামুন ভাই, হুমায়ুন বাবর ফিরোজ ভাই এর খালার জন্য ও পজিটিভ রক্ত দিলেন
 প্রিয় ভাই এর জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো!