
06
Mar
মানবতার সেবায় এগিয়ে আসি, রক্ত দেই জীবন বাঁচায়
আলহামদুলিল্লাহ জয় হোক মানবতার বেচে থাক রক্ত দাতা এগিয়ে যাক মানবসেবা মানবিক সংগঠন বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশন এর সম্মানিত পরামর্শক ও এডমিন মানবিক মানুষ মানবতার ফেরিওয়ালা প্রিয় Nazmul H Khan ভাই এর ৩৩ তম লাল ভালোবাসা উপহার দিলেন, মেরিন ডায়গােনেন্টিক সেন্টারে ঢাকা সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ব্লাড ডোনার এসোসিয়েশন এর সম্মানিত পরামর্শক Homaun Babur Firoz ভাইয়া ও আব্দুল্লাহ আল মামুন ভাই, হুমায়ুন বাবর ফিরোজ ভাই এর খালার জন্য ও পজিটিভ রক্ত দিলেন
প্রিয় ভাই এর জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো!